১। উপজেলা থেকে রেললাইন ধরে পায়ে হেটে ৫০০মিটার যাবার পর পেয়ে যাবেন কাঁকন নদী। সুন্দর, মনোরম প্রাকৃতিক পরিবেশ এনে দিয়েছে এই কাঁকন নদীর প্রবাহ। কাঁকন এর দুই পাশ ঘেরা সবুজ বক্ষাদি, পাখির কলতান, বাতাশের হু হু শব্দ আর আলো ছায়ার খেলা, সব মিলিয়ে আপনার মন কে করবে প্রফুল্ল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস